নিজস্ব প্রতিনিধিঃ কুতুবপুর ৪ নং ওয়ার্ডে প্রতিনিয়ত মশক নিধন অভিযান চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, ৪ নং ওয়ার্ডের মেহনতী মানুষের বন্ধু এবং মেম্বার পদপ্রার্থী নাসির প্রধান।
এ সময় তিনি বলেন, আজ ১৩/৩/২১ ইং তারিখ মশক নিধন অভিযানে আমি শিমুল বাগে। শুধুমাত্র ঔষধ স্প্রে করেই মশক নিধন করা সম্ভব নয় | এজন্য সম্মানিত নাগরিকদেরকেও সচেতন থাকতে হবে , বসবাড়ির আশেপাশে যাতে মশার বংশবৃদ্ধি না ঘটে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে |