নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ জামান মিয়া চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর আদেশক্রমে গতকাল ১৫/৩/২১ ইং তারিখ আছরের নামাজের পর দেলপাড়া( ব্যাংক কলোনী -বড় খেলার মাঠ ও পূর্ব দেলপাড়া মাদবর বাড়ি) সংলগ্ন এলাকায় মশা নিধনের ব্যবস্থা করে।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সভাপতি হাজি মোঃ সাহাব উদ্দিন সহ আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তবে ৪ নং ওয়ার্ডের তুষারধারা, সহিদ নগর আদর্শনগর এলাকাগুলোর দিকে মেম্বার মোঃ জামান মিয়া মশক নিধন অভিযানে সুদৃষ্টি দিলে ঐসকল এলাকার জনগণ মশার উৎপাত থেকে নিস্তার পাবে।