নিজস্ব প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী
এবং মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তির সূবর্ণ-জয়ন্তী উদযাপন উপলক্ষে গতকাল ১৫/৩/২১ ইং তারিখ বিকেল ৪.০০ টা থেকে গোল্ডেন কনভেনশন সেন্টার, গ্যাস রোড শনিরআখরায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-০৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু (এম.পি) সভাপতি যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগ।
সভায় সভাপতিত্ব করেন, যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ঢাকা-০৫ নির্বাচনী এলাকার ১৪-দলের প্রধান সমন্বয়ক জননেতা হারুনর রশীদ মুন্না।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর, হাজী আবুল কালাম অনু , মুখপাত্র যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন, ৬০ নং ওয়ার্ড দক্ষিণ সিটি মেয়র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগ নেতা (সাবেক ছাত্রনেতা), মাকসুদুর রহমান সুজন, ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী মোঃ শামছুল আলম।
এসময় ঢাকা-৫আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের প্রতিটি ওয়ার্ডের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।