নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের লৌহ মানব ৪-আসন সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান এর অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এবং পাগলাবাজার বহুমুখী সমবায় সমিতির সাবেক টানা ৯ বছরের সভাপতি শাহ আলম গাজী টেনু।
তিনি প্রতিবেদক এর সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে আজ আমরা স্বাধীন ভাবে কথা বলি। একসময় পাকিস্তানি স্বৈরাচাররা আমাদের এই বাংলাকে উর্দু করার অনেক অপকৌশল চালিয়েছিল। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ডাকে আজ আমরা স্বাধীন জাতি। সেই মহান মানুষটির শততম জন্মবার্ষিকী আজ। আজকের এই দিনে আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন তাকে জান্নাতবাসী করেন। কিন্তু স্বাধীনতার পরেও বিএনপি-জামাত অপশক্তি বহুবার চেয়েছে আমাদের এই বাংলাকে পাকিস্তানি রাষ্ট্র কায়েম করতে। সেই কুচক্রী মহল ১৯৭৫ সালে আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের ১৭ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আমার নেত্রীকেও বহুবার হত্যা করার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর রহমতে সফল হতে পারেননি। তিনি আরো বলেন, বিএনপি-জামাতের আমলে আমি বহু বার নির্যাতিত হয়েছি। একজন তৃণমূল আওয়ামী লীগ নেতা হিসেবে চেষ্টা করেছি শতভাগ মানুষের মাঝে সেবা দিতে। শেষ পর্যন্ত তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শুধু একটি কথাই বলতে চাই আমি যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধুর সৈনিক হয়ে বেঁচে থাকতে চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।