নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের ২০০৩ সাল থেকে ২০১৬ সালের ৩রা এপ্রিল পর্যন্ত জনগণর সেবায় কাজ করেছেন মেম্বার মোঃ নজরুল ইসলাম (নজু)। তিনি বর্তমানে মাহমুদপুর হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বে রয়েছেন এবং মাহমুদপুর মাদ্রাসার উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। তিনি প্রতিবেদক এর সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, আমি জনগণের সেবক ছিলাম। জনগণের সেবা করেই বাকি জীবনটা পার করে দিতে চাই। আমি আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হই বা না হই জনগণের সেবা করে যেতে চাই। করোনাকালীন সময় চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী নিজস্ব অর্থায়নে মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে। আমি বিগত সময় যখন মেম্বার ছিলাম রাস্তাঘাটের উন্নয়ন সহ কয়েকটি খাল খনন করেছি। আমি আবারও সুযোগ পেলে, কুতুবপুর ১ নং ওয়ার্ডে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করব। আমি ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়াপ্রার্থী।