নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৪ আসন সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান এর আস্থাভাজন ব্যক্তি, ফতুল্লা থানা যুবলীগ সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী। তিনি প্রতিবেদক এর সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজপথের সৈনিক হয়ে রাজনীতি করে যাচ্ছি। আমার নেতা এমপি শামীম ওসমান এর দিক নির্দেশনা অনুযায়ী আমি রাজনীতি করি। জামাত-বিএনপি’র সময় আমি বহুবার জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছি। তবুও রাজনীতির পথে বাংলাদেশ আওয়ামী লীগকে ভালবাসতে পিছুপা হটিনি। একজন ফতুল্লা থানা যুবলীগের সভাপতি হিসেবে চেষ্টা করেছি আমাদের ফতুল্লা মডেল থানায় সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম করতে। আমার ফতুল্লা থানা এলাকায় মাদক ইভটিজিং রোধে আমি সব সময় সোচ্চার ছিলাম।
আল্লাহর রহমতে মানবসেবা করতে সাধ্যমত চেষ্টা করি । করোনাকালীন সময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমার নেতা এমপি শামীম ওসমানের নির্দেশনা অনুযায়ী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি খাদ্য সামগ্রী। আমি রাজনীতি করি গরীব দুঃখী মানুষের পাশে থাকার জন্য। সামনে আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন, আমি সেই নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমি ফতুল্লা ইউনিয়ন এর জনগণের দোয়া ও ভালোবাসা প্রার্থী। তিনি সর্বশেষে বলেন, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এমনই একটি দিনে জন্ম হয়েছিল আমার নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এমন একজন মহান মানুষের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলতে চাই আমি যতদিন বাচবো বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই রাজনীতি করে যাব।