নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন ওয়ায়েস করনী আদর্শ নগর এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়। আজ ১৭/৩/২১ ইং তারিখ সকালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে এবং বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আহসান উদ্দিন, স্কুলটির সভাপতি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সি, প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, ফতুল্লা থানা যুবলীগ সিনিয়র সহ সভাপতি আশরাফুল ইসলাম জাকির, সহ স্কুলটির সকল শিক্ষক-শিক্ষিকা এবং স্কুল কমিটির সদস্যবৃন্দ।