নিজস্ব প্রতিনিধিঃ গতকাল ১৭/৩/২১ ইং তারিখ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম শতবার্ষিকী ছিল। এই উপলক্ষে গতকাল বুধবার এশার নামাজের পর নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন
ওয়ায়েস করনী আদর্শনগর সুপার মার্কেট কমিটি দিনটি কেক কেটে উদযাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মার্কেটটির কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ মমতাজ উদ্দীন (নিশাদ), আদর্শ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন, অর্থ সম্পাদক মোঃ মাহাবুব আলম, ওয়ায়েস করনী আ/এ সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মোঃ রুস্তম আলী শেখ সহ মার্কেট কমিটির সকল সদস্যবৃন্দ এবং এলাকার যুব সমাজ।
এসময় মার্কেটের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন মাস্টার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্ম না হলে আমাদের এই বাংলায় এই বাংলায় আজ স্বাধীনভাবে চলতে ফিরতে পারতাম না। তার মত এমন মহান নেতার আজ আমরা ১০১ তম জন্মদিন পেয়েছি এটা আমাদের সৌভাগ্য। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামীন তাকে জান্নাতবাসি করুক। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
মার্কেটের সাধারণ সম্পাদক মোঃ মমতাজ উদ্দিন (নিশাদ) বলেন, বঙ্গবন্ধু ছিল বলেই আমরা পশ্চিমা পাকিস্তানের হাত থেকে রক্ষা পেয়েছি। আজ আমরা মনের চিত্তে বাংলা ভাষায় কথা বলতে পারি। স্বাধীন ভাবে চলতে পারি। এ সবকিছুই সম্ভব হয়েছে আমার নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর কারণে। তার মত এমন একজন মহান নেতা পৃথিবীর অন্য কোথাও নেই। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করি।