নিজস্ব প্রতিনিধি, শেখ শামসুন্নাহার হক লাকিঃ
“বিসমিল্লাহীর রাহমানীর রাহীম”
সকাল থেকেই মনটা খারাপ ছিলো, পৃথিবীতে ভালো মানুষ গুলো খুব ভিন্ন হয় যাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান না চাইলেও মন থেকেই চলে আসে, আমি যখন ভাইয়ের ডাকে দীর্ঘ বছর পরে যাই দেখা করতে সেদিন ভাইয়ের সঙ্গে অনেক কথা হয়, যার শেষ কথাটা ছিলো আরে পাগলী আমি নেতা হয়ে না বড় ভাই হয়ে তোর পাশে সবসময়ই ছায়া হয়ে থাকবো, আজ থেকে শুধু এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে পথ চল, ভাই যতোদিন থাকবো তোর পাশে পাবি, সেদিন থেকে জেদ হয় আরো বেশি আমাকে পারতেই হবে, আর তাই সেই ভরসা এবং বিশ্বাস নিয়ে ছাত্র রাজনীতির শিখনীয় আদর্শ নিয়ে পথ চলছি ভাইয়ের ছায়ায়, আজ কষ্ট হচ্ছে আমার ভাই অসুস্থ অথচ তিনি সেই মানুষ যার ভিতরে ভয় ছিলো না সারা পৃথিবীতে যখন কাঁদছে লাখো লাখো মানুষ আর তিনি ছুটে চলছে বাংলার বুকে অসহায় মানুষের ঘরে খাদ্য থেকে শুরু করে জামা কাপড় সহ শীতবস্ত্র এমনকি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে। এমন একজন মানুষ যিনি বন্যা কবলিত এলাকাতেও ছুটে যায় ক্ষুদার্ত আর তৃঞ্চার্তদের মুখে খাদ্য পৌঁছে দিতে, চাইলেই নেতা হওয়া সম্ভব কিন্তু মনুষ্যত্ব বিবেকের সত্যিকারের আদর্শিক মানুষ হওয়া সম্ভব না যা আছে আলহাজ্ব কামরুল হাসান
রিপন ভাইয়ের
ভাই আল্লাহ্ দরবারে অনেক অনেক দোয়া রইল আপনার জন্য, মহান সৃষ্টিকর্তা যেনো ভালো মানুষদের প্রতি রহমতের দরজা খুলে রাখেন সুস্থ রাখেন সবসময়ই ___ আমিন।