নিজস্ব প্রতিবেদকঃ
করোনা মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, রমজানের রোজা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঝড়-বৃষ্টি-আধার রাত, শীতের কষ্ট কোন কিছুই কোন অবস্থাতেই যেন তাকে আটকে রাখতে পারেনি ঘরবন্দী করে। দিন নেই, রাত নেই সারাদিন, সপ্তাহ-মাস এমনি বছরব্যাপী যিনি ছুটে চলেছেন দিনমজুর, খেটে খাওয়া অসহায় গরীব-দুঃখী-মেহনতি মানুষের মুখে একটু হাসি ফোটাবার জন্য।
নিজের সর্বোচ্চ পরিশ্রম-অর্থ-ঘাম দিয়ে যিনি সবচেয়ে আপনজনের মত পাশে দাড়িয়েছিলেন মানবতার দেয়াল হয়ে। করোনাকালিন দুঃসময়ে প্রায় প্রতিদিন যিনি কোন না কোন মহল্লায় ছুটে গিয়েছেন সুরক্ষা সামগ্রী মাস্ক, স্যানিটাইজার, সাবান, ব্লিচিং ইত্যাদি নিয়ে।
অনাহারীর মুখে খাবার তুলে দিয়েছেন, শীতার্তদের দিয়েছেন শীতবস্ত্র, বাঁধভাঙ্গা মানুষের পাশে দাড়িয়েছিলেন দুবেলা দুমুটো খাবার তুলে দেয়ার জন্য চাল-ডাল-তেল ও কিছু সবজি নিয়ে। রমজানের রোজায় ইফতারী নিয়ে হেটে বেড়িয়েছেন প্রান্তর থেকে প্রান্তরে। এমনকি প্রতিটি ঈদে সেমাই-চিনি-দুধ, মুগরী-পোলার চাল সহ ঈদ উপহার পৌছে দিয়েছেন দিনমজুর-শ্রমিক ও গরীব-দুঃখী মানুষের ঘরে ঘরে। আজ সেই মানুষটা নিজেই করোনার ভয়াল থাবা (covid-19) আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছে।
করোনা দুর্যোগে ঢাকার রাজপথে সংকটাপন্ন জনসাধারণের পাশে দাড়ানো মানবতার ফেরিওয়ালা, ঢাকা-০৫ আসনের মাটি ও মানুষের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র বিশ্বস্ত ভ্যানগার্ড, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সফল সভাপতি, আমার রাজনৈতিক অভিভাবক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব কামরুল হাসান রিপন ভাই (covid-19) করোনা পজিটিভ।
যিনি নিজের জীবনের ঝুকি নিয়ে এতকিছু করলো এমন একজন গরীবের বন্ধুর জন্য আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই। জননেতা আলহাজ্ব কামরুল হাসান রিপন ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন। আল্লাহপাকের অশেষ মেহেরবানিতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, ইনশাআল্লাহ।
দোয়ার দরক্ষাস্ত রইলো,
এম. সাকোওয়াত হোসেন টিটু