রাহাদ হোসেনঃ নারায়ণগঞ্জ-৪ আসন সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের একজন সফল জনপ্রতিনিধি মেম্বার হাজী রোকন উদ্দিন।
তার উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে প্রতিবেদক এর সাথে বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কুতুবপুর ৬ নং ওয়ার্ডে সরকারের বাজেট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চেষ্টা করেছি। নির্বাচিত হবার পর থেকে চেষ্টা করেছি আমার ওয়ার্ডের প্রতিটি রাস্তাঘাটের উন্নয়নে।
আমার ওয়ার্ডের জনগণের নাগরিকত্ব সুবিধা নিশ্চিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাঠানো বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিটি কার্ড সুষ্ঠুভাবে বিতরণ করেছি।
নতুন ভোটারদের স্মার্ট কার্ড সুষ্ঠুভাবে দিতে চেষ্টা করেছি। আমাদের অভিভাবক কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর নির্দেশনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
করোনার সময় আমার ওয়ার্ডের জনগণকে সচেতন করতে কাজ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো খাদ্য সামগ্রী উপহার এর পাশাপাশি নিজস্ব অর্থায়নে ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমার ওয়ার্ডটি কে মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত, কিশোর গ্যাং উচ্ছেদের জন্য বিট পুলিশিং এর মাধ্যমে মিটিং করেছি।
এলাকার যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার জন্য কাজ করেছি। এমনকি মশার উৎপাত থেকে রক্ষার জন্য আমার ওয়ার্ডে ফগার মেশিন দিয়ে মশা মারার ঔষধ ছিটিয়েছি।
আমার ওয়ার্ড টিকে একটি আধুনিক পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে কাজ করে যাচ্ছি।সামনে আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার ওয়ার্ডবাসীর দোয়া ও ভালবাসায় আমি পুনরায় নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব। সর্বশেষে, তিনি স্বাধীনতার ৫০ বৎসর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুতুবপুর বাসিকে শুভেচ্ছা জানান ও কুতুবপুরের যে সকল বীর মুক্তিযুদ্ধা এখনো জীবিত রয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।