নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন সহিদনগর ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার ২৬/৩/২১ ইং তারিখ সন্ধ্যার পর ২৬ শে মার্চ ও স্বাধীনতার ৫০ তম সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সি।
এসময় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সি বলেন, আজ স্বাধীনতার ৫০ তম সুবর্ণজয়ন্তী।আজকের এই দিনে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে শুধু বলতে চাই, যে সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা জীবিত রয়েছেন তাদেরকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানাই এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। তিনি আরো বলেন, আওয়ামী লীগ নেতা হাবিব ভাইয়ের মা এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার সাধারণ সম্পাদক ডালিয়া আপার শাশুড়ির মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি আল্লাহ পাক রব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসিব করেন। সর্বশেষে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং আমার নেতা নারায়ণগঞ্জ-৪ আসন সংসদ সদস্য আলহাজ্ব
একেএম শামীম ওসমান ও তার পরিবারের সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহিদ নগরের প্রতিষ্ঠাতা হাজী সহিদুল্লাহ, সহিদ নগর সমাজ উন্নয়ন কমিটির সাবেক সভাপতি হাজী মোঃ গাজী মোল্লা, সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন, সহিদ নগর ইউনিট আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ আবুল হাসেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলী আকবর সরকার, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, ফতুল্লা থানা যুবলীগ সদস্য আনোয়ার দেওয়ান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি দোয়া ও তবারক বিতরণ এর মধ্য দিয়ে শেষ হয়।