নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন মুন্সিবাগ দারুল খুলুদ কেন্দ্রীয় জামে মসজিদের, মসজিদ কমিটির একটি মহৎ ও অনুকরণীয় উদ্যোগ, যা সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার।
২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে এলাকার ছোট ছোট ছেলেরা, যারা টানা ৪০ দিন মসজিদে এসে জামাতের সাথে ৫ ওয়াক্ত ( যদিও সবাই হয়ত ৫ ওয়াক্ত পড়তে পারে নি, বেশিরভাগই ৪ ওয়াক্ত নামায পড়েছে) নামায আদায় করেছে তাদের কে পুরস্কার স্বরূপ আজকে জুম্মার নামায শেষে বিরিয়ানি খাওয়ানো হয়।
এছাড়াও এসব বাচ্চাদের নামাযের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে, প্রতি সপ্তাহে চকলেট দিয়ে তাদের উৎসাহ প্রদান করা হচ্ছে।
আল্লাহ বাচ্চাদের আমলকে ও এরকম ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক এবং কবুল করুক। আমিন।