নিজস্ব প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রকোপ আবারো বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে। ৫/৪/২১ ইং তারিখ থেকে করোনা মহামারী থেকে দেশকে রক্ষার জন্য ৭ দিনের জন্য সরকারিভাবে লকডাউন দেয়া হয়েছে। বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এ আক্রান্ত যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সভাপতি ও ঢাকা-৫ আসন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ মুখপাত্র, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু ও তার পরিবার সহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যে সকল নেতা কর্মী বৃন্দ করোনায় আক্রান্ত তাদের জন্য দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন গেসুর সভাপতিত্বে দোয়া ও মিলাদ এর আয়োজনটি রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মালঞ্চ কমিউনিটি সেন্টারে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আছরের নামাজের পরে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৫ আসন ১৪ দলের সমন্বয়ক ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার রাজপথের সহযোদ্ধা আমার ভাই সমতুল্য যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সভাপতি, ঢাকা-৫ আসন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু এবং ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু ও তার পরিবার যেন করোনা থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই কামনাই করি। বিশেষ করে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যে সকল নেতা কর্মী বৃন্দ করোনা আক্রান্ত হয়েছেন তাদের সকলের রোগমুক্তি কামনা করি। বিশেষ করে, আজ আমার রাজপথের আরেকজন সহযোদ্ধা ঢাকা-১৪ আসন সংসদ সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ আসলামুল হক আজ স্কয়ার হাসপাতালে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
একজন ত্যাগী আওয়ামী লীগ নেতাকে হারিয়ে ফেললাম। যে সময় স্বাধীনতা অপশক্তি আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা ব্যাহত করতে চাচ্ছে ঠিক তখনই তার মতো একজন রাজনৈতিক যোদ্ধাকে হারালাম। তবুও বাংলার মাটিতে স্বাধীনতা অপশক্তিদের ঠাঁই নাই। সত্য উদ্ভাসিত হবেই। যেমনটি কালকে আমরা প্রমান পেয়েছি। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি এবং ঢাকা-৫ আসনের জনগন সকলে অবশ্যই মাস্ক পরে বের হবেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মহসিন।
এসময় উপস্থিত ছিলেন, দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, আবু বক্কর সিদ্দিক বাকের, সাধারণ সম্পাদক আহমেদুল করিম জয়, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রেজাউর করিম রাজা, ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, গোলাম মোস্তফা হাসমত, জাহিদ হাসান লাট, মাকসুদুর রহমান সুজন, আনোয়ার হোসেন, মোঃ আলমগীর, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, বোরহান বেপারী, ৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম বিপ্লব, মহিলা নেতৃবৃন্দ সহ ঢাকা-৫ আসন আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সর্বশেষে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, করোনায় আক্রান্ত ঢাকা-৫ আসন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু ও ও ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু ও তার পরিবারের সুস্থতার জন্য এবং ঢাকা-১৪ আসনের মরহুম এমপি মোঃ আসলামুল হককে যেন আল্লাহ পাক রব্বুল আলামীন জান্নাতবাসী করেন তার জন্য দোয়া চাওয়া ও তবারক বিতরনের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।