নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মেম্বার মুহাম্মদ আবুল হোসেন প্রধান। ৮ নং ওয়ার্ডের উন্নয়নে রেখেছেন ব্যাপক ভূমিকা। দেশ ও মানুষের বার্তা অনলাইন নিউজ পোর্টালের প্রতিবেদক এর সাথে একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, নির্বাচিত হবার আগেও আমি এই ওয়ার্ডের উন্নয়ন করেছি। আমি বিগত ১০ বছর ধরে টানা ২ বার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ৮ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। সরকারি বাজেট অনুযায়ী এবং নিজস্ব অর্থায়নেও রাস্তাঘাট উন্নয়ন করেছি। নাগরিক সুবিধা শতভাগ সুনিশ্চিত করতে চেষ্টা করেছি। করোনা দুর্যোগকালীন সময়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো খাদ্য সামগ্রী উপহার সহ নিজস্ব অর্থায়নেও খাদ্য সামগ্রী বিতরণ করেছি। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা সহ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছি। করোনার দ্বিতীয় প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। এজন্য সরকার ৭ দিনের জন্য লকডাউন দিয়েছে। আমার কায়েতপাড়া ৮নং ওয়ার্ডের জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সকলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মাস্ক পড়ে অবশ্যই বাইরে বের হবেন। তিন ফুট দূরত্ব বজায় রাখবেন এবং হাত অন্ততপক্ষে ২০ সেকেন্ড সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করবেন। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি যতদিন বেঁচে থাকব কায়েতপাড়া ৮ নং ওয়ার্ডের দুঃখি দরিদ্র মানুষের পাশে সেবা দিয়ে বেঁচে থাকতে চাই।