নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন পরিষদ এর জনগণ অত্যন্ত ধর্মভীরু এবং শান্ত প্রিয়। প্রতিবেদক সরেজমিনে এই ইউনিয়নে তথ্য সংগ্রহে আসলে ৬ নং ওয়ার্ডের ব্রাহ্মণগাঁও নামক স্থানে বিশিষ্ট ব্যবসায়ী ও ধর্মভীরু ব্যক্তিত্ব হাজী মিন্টু সাহেবের মালিকানা সম্পত্তির স্থানে ১টি ইবাদতের স্থান দেখেন। যে ইবাদতের স্থানটি খুব সুন্দর।
এ প্রসঙ্গে মসজিদ সংলগ্ন একজন দোকানদার মোঃ আজম মোল্লা বলেন, জনাব হাজী মিন্টু সাহেব একজন ভালো মানুষ। আমি যে দোকানটি চালাচ্ছি তার পিছেই ১টি ইবাদতের স্থান রয়েছে। হাজী মিন্টু সাহেবের অনুমতিক্রমে এখানে ইবাদতের স্থানটি করা হয়েছে। তিনি বলেছেন, এখানে যখন মার্কেট করা হবে তখন ১টি নামাজের স্থান করা হবে।
জানা যায়, এই মসজিদটিতে কোন্ডা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড এর সুযোগ্য মেম্বার হারুন অর রশিদ রাসেল নামাজ পড়েন। এখানে রমজান মাসে সুরা তারাবির নামাজও পড়ানো হয়।
যেহেতু ব্রাহ্মণগাঁও স্থানটিতে ১টি মসজিদ নেই। মুসল্লিদের নামাজের স্থান করে দেবার জন্য কোন্ডা ইউনিয়ন পরিষদ মরহুম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরীর সুযোগ্য পুত্র সাইদুর রহমান ফারুক চৌধুরী, মেম্বার হারুন-অর-রশিদ রাসেল এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এগিয়ে আসলে ব্রাহ্মণগাঁও এর মুসুল্লিরা চির উপকৃত হবে।