শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শেরপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল জনতার হাতে আটককৃত যথাযথ প্রমাণ থাকা সত্ত্বেও শেরপুরের ফুড অফিসার সেকেন্দার রবিউল ইসলামের অবহেলাই নিমিষেই গাড়িসহ চাল উধাও। আজ বুধবার (৭ এপ্রিল) রাত্রি ৯টায় গাড়িদহ ইউনিয়নের ছোটফুলবাড়ি এলাকায় জনতা প্রায় ১০০বস্তা চাল আটক করে।
জানা যায়, খামারকান্দি বাজার থেকে কালোবাজারিরা চাল ক্রয় করে দুইটি অটো রিস্কা ও একটি পিকআপ যোগে শেরপুর এর দিকে আসছিল । এ সময় জনতা দুইটি অটোরিকশা ও ১টি পিক-আপ আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে শেরপুর খাদ্য নিয়ন্ত্রক অফিসার সেকেন্দার রবিউল ইসলাম উপস্থিত হয়। সরকারি চাল হওয়া সত্বেও সেকেন্দার রবিউল ইসলাম কোন পদক্ষেপ গ্রহণ না করে তাদেরকে পালাতে সাহায্য করে। এসময় নিমিষেই উধাও হয়ে যায় দুটি অটো রিস্কা ও একটি পিকআপ। সেকেন্দার রবিউল ইসলাম এ বিষয়ে কোনো বক্তব্য দিতে অস্বীকার করে বলেন, সরকারি চাল এর প্রমাণ করে দিতে হবে। আমি কোন প্রমাণ না পাওয়ায় আমি ঘটনাস্থল থেকে চলে এসেছি। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিনা শারমিন জানান, খাদ্য নিয়ন্ত্রক অফিসার সেকেন্দার রবিউল ইসলামের সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিলাম কিন্তু সরকারি চাল সে অস্বীকার করায় আমরা চলে এসেছি।