রাহাদ হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন এর দক্ষিণ ওয়ায়েস করনী এলাকাটির জনগণ অত্যন্ত ধর্মভীরু এবং শান্ত প্রিয়। এই এলাকায় ১টি মসজিদ নির্মাণ খুবই জরুরী হয়ে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় এই এলাকার একজন সমাজ সেবক ডাঃ ফরিদ আহমেদ মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য ৬ কাঠা জমি দিয়েছেন। তিনি এ মসজিদটির সভাপতির দায়িত্বে রয়েছেন। ৮/৪/২১ ইং তারিখ বৃহস্পতিবার সকালে মসজিদ নির্মাণের শুভ উদ্বোধন এবং দোয়া অনুষ্ঠিত হয়। এসময় মোঃ ফরিদ আহমেদ সহ উপস্থিত ছিলেন, মসজিদটির সহ-সভাপতি হাজী হাফিজ উদ্দিন, সেক্রেটারী মোঃ আব্দুল হামিদ মিয়া মাস্টার,
এছাড়া উপস্থিত ছিলেন, হাজী শিকদার হারুন অর রশিদ, মোঃ বশির উদ্দিন, মোঃ জাকির, মোঃ বাদশা, মোঃ নাসির শিকদার, শহীদ মাদবর, আনোয়ার হোসেন পাটোয়ারী, সালেক মাদবর সহ এলাকাটির আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মসজিদটির উন্নয়ন এবং নির্মাণ কাজে নারায়ণগঞ্জ এর শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান খেতাবপ্রাপ্ত কুতুবপুরের তিন তিনবারের সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জামান মিয়া সুদৃষ্টি দিলে মসজিদটি খুব দ্রুত নির্মাণ সম্ভব হবে।