নিজস্ব প্রতিবেদক //
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া, দরিদ্র, অসহায়, দিনমুজুর এবং দুস্থ পরিবারের মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ” জাগ্রত সিক্সটিন “।
আজ শুক্রবার ( ৯ এপ্রিল ২০২১ইং) সকাল ৯টা থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৬নং ধামঘর ইউনিয়নের- গাইটুলি, ভাগলপুর, নহল, ধামঘর, আড়ালিয়া এই গ্রাম গুলোর মধ্যে মোট ১২০ টি পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী মধ্যে রয়েছে, ছোলা, বুটের ডাল, তৈল, খেজুর, মুড়ি।
বিতরণকালে সংগঠনের সভাপতি রাশেদুল আলম রাশেদ বলেন, করোনা সংকটের এই মুহুর্তে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায়, কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। আমাদের সংগঠনের সদস্যরা সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে। আজকে আমাদের সংগঠনের সকল সদস্যদের প্রচেষ্ঠায় আমরা এই ইফতার সামগ্রী বিতরণ করতে পেরেছি। এর আগেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছি (করে আসছি) অসহায় শ্রেনীর মানুষের মাঝে।
উল্লেখ্য : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, গত ৩০ মার্চ ২০২১ ইং, সামাজিক সংগঠন জাগ্রত সিক্সটিন এর পক্ষ থেকে এক অসহায় চালক কে একটি অটোরিক্সা উপহার দেওয়া হয় ।
তিনি আরও বলেন, ‘মানবতার সেবায় আলোকিত হোক ভূবন’ এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন জাগ্রত সিক্সটিন। বন্ধুরা মিলে ছোট ছোট ভালো করলে একদিন এই সমাজ মানবিক হয়ে উঠবে। অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করার শুভ প্রয়াস অব্যাহত রাখবে। মানুষ ও মনুষ্যত্বের মানবীয় মর্যাদা প্রতিষ্ঠার লক্ষে আমরা কাজ করে যাবো।
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি রাশেদুল আলম রাশেদ, সিনিয়র সহ-সভাপতি হালিম শেখ, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম বাবু, আরো উপস্থিত ছিলেন কার্যকরি সদস্য সোহেল, সিহাব, আরিফ, সুমন, নূর জামান, সাইদুল, মারুফ বিল্লাহ, সিমুল, সাকিল, সাইফুল, লিসান,আক্তার, বিল্লাল, মেহেদী, রাসেল প্রমুখ।