কভিড-১৯ মানবে হার, করব আমরা এমন প্রতিঘাত এই স্লোগানে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে জনসচেতনতা সৃষ্টিতে প্রথম দিনে দেড় শতাধিক মাক্স বিতারন করেন বি এম এস সংঘ । বাবুগঞ্জের রহমতপুরে পথচারী, রিকশাচালক ও দিনমজুরদের মাঝে মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক কাজ করেন বন্ধু মহল সহযোগী সংগঠনের সদস্য বৃন্ত।
এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহি কমিটির সভাপতি রকিবুল ইসলাম জয় ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন সহসভাপতি কাজী মহিউদ্দিন উৎস সংগঠনিক সদস্য মোঃ আরিফুর ইসলাম দপ্তর সম্পাদক শাহে আলম প্রচার সম্পাদক মোঃ সৌকত। আরো উপস্থিত ছিলেন রিফাত,সাদেক,জান্নাতুল ফেরদৌস মিম,মাহাবুবি খাদিজা, মাধুরি মজুমদার, মরিয়ম স্বর্না, সাব্বির প্রমুখ।
মাস্ক বিতরণ শেষে বলেনসভাপতি রকিবুল ইসলাম জয় বলেন, সচেতনতা জীবদ্দশার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সচেতনতাই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে। সাধারণ সম্পাদক রাকিব হোসেন বলেন, বর্তমান ও ভবিষ্যতকে সুন্দর করে সাজিয়ে তুলতে প্রয়োজন সচেতনতা। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা একমাত্র সুসজ্জিত হাতিয়ার।