নিজস্ব প্রতিনিধি, সেলিম আহমেদঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরে খেয়াঘাট এর অবস্থা খুবই নাজুক ছিল। পাগলাবাজার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মাহবুবুর রহমান বাচ্চুর নেতৃত্বে নতুন করে ঘাটটি পাকা করে নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। এর ফলে,জনসাধারণের দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো।
এসময় মাহবুবুর রহমান বাচ্চু বলেন, এই ঘাটটির অবস্থা খুব খারাপ ছিল যার কারণে জনসাধারণের নদী পারাপার করতে খুব কষ্ট হতো। আল্লাহর রহমতে ঘাটটি পাগলা বাজারের সকলের সহযোগিতায় পাকা করে নির্মাণ সম্পন্ন হয়েছে। এখন জনসাধারণের নদী পারাপারের আর কোন সমস্যা থাকবে না।