নিজস্ব প্রতিনিধিঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আলোর ফেরিওয়ালা খেতাবপ্রাপ্ত নসরুল হামিদ বিপুর অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এবং নবগঠিত দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ জাফর ইকবাল বাপ্পি।
করোনা পরিস্থিতি এবং হেফাজত জঙ্গি সন্ত্রাস প্রসঙ্গ নিয়ে বিশেষ সাক্ষাৎকারে দেশে ও মানুষের বার্তা অনলাইন নিউজ পোর্টাল কে তিনি বলেন, করোনার ভয়াবহতায় সারা বিশ্বের মতো আমাদের বাংলাদেশ ও অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেই জন্য করোনার দ্বিতীয় স্টেপ এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আবারো লকডাউন দিয়েছে। আমি আমার কোন্ডা ইউনিয়ন পরিষদ এর জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘর থেকে বাইরে বের হলে অবশ্যই মাক্স পরে বের হবেন। সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালভাবে ধৌত করবেন, ঘরের বিছানাপত্র পরিষ্কার রাখবেন।
এসময় তিনি জামাত-বিএনপি হেফাজত স্বাধীনতা অপশক্তির বিরুদ্ধে বলেন, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে কিংবা জেনার সাথে জড়িত তারা কিভাবে এত সাহস পায় আমাদের স্বাধীন বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে? আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের রাজনীতি করি। দেশ যখন উন্নয়নের পথে ধাবিত হচ্ছে তখন এই স্বাধীনতা অপশক্তি চেষ্টা চালাচ্ছে আমাদের দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে। আমি এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।