নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ কেরানীগঞ্জ এর কোন্ডা ইউনিয়নের দক্ষিণ পানগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা কৃতি খোলোয়াড় মোক্তার হোসেন মুকুল গতকাল মৃত্যুবরণ করেন এবং বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহকারি কমিশনার (ভূমি) জনাব সানজিদা তিন্নি, কোন্ডা ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মোঃ জাফর ইকবাল বাপ্পি, কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী।
দক্ষিণ পানগাঁও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে প্রথমে বীর মুক্তিযোদ্ধার লাশ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পস্তবক অর্পণ করা হয়, এরপর পুলিশের চৌকস দল সহকারি কমিশনার (ভূমি)অফিসারের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন।দেশের এই বীর সেনার কবরকে আল্লাহ বেহেস্তের বাগান বানিয়ে দিক, আমিন |