মোত্তালিব সরকার বগুড়া:
বগুড়া শেরপুরের খামারকান্দি ইউনিয়নের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় মোস্তাফিজুর রহমান (৪২) নামের এক শিক্ষক নিহত হয়েছে। আজ শুক্রবার (১৬ এপ্রিল) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে মারা যায় । নিহত মোস্তাফিজুর রহমান খামারকান্দি ইউনিয়নের মাগুরা তাই গ্রামের মৃত লোকমান মণ্ডলের ছেলে ও শালফা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের স্কুল শাখার শিক্ষক।
এলাকাবাসী জানান, গত এক সপ্তাহ পূর্বে মাগুরার তাই এলাকার চা দোকানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোস্তাফিজুর রহমান কে মারধর করে। একই এলাকার মৃত কোরবান আলীর ছেলে শহিদুল ইসলাম, শহিদুলের ছেলে রায়হান ও মৃত হোসেন আলীর ছেলে আলী আজম।
এতে মোস্তাফিজুর গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা ও স্ত্রী জেসমিন আক্তার উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত্রি ৪টায় মারা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, মেম্বার পদপ্রার্থী মিলনের হয়ে নির্বাচন করার কথা বলায় বর্তমান মেম্বার রানার লোকের সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে শহিদুল, রায়হান, আলী আজম মারধর করলে সে গুরুত্বর আহত হয়।
এ বিষয়ে নিহত স্ত্রী জেসমিন আক্তার জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমার স্বামীকে মারধর করে। এতে সে গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ বিষয়ে অভিযুক্ত রায়হানের সাথে যোগাযোগ করলে তিনি ব্যস্ততা ব্যস্ততা দেখিয়ে মোবাইল কেটে দেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান গত ৭ এপ্রিল মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি হয়েছিল হাসপাতালে। সেখানে হার্ট অ্যাটাকে মারা গেছে এমন একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কি কারনে মারা গেছে।