মোত্তালিব সরকার বগুড়া :
বগুড়ার শেরপুরের গাড়িদহ এলাকায় হাইওয়ে পুলিশ ক্যাম্পের চেকপোস্টে তিন মোটরসাইকেল আরোহীকে তল্লাশি চালিয়ে বার্মিজ চাকু, হিরোইন, গাঁজাসহ আটক করে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করে। আজ শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে গাড়িদহ বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, ধনুট উপজেলার সদর পাড়া গ্রামের মংলা সরকারের ছেলে আমিনুল ইসলাম (৩২), শাহজাহানপুর রহিমাবাদ এলাকার সাগর আহমেদের ছেলে হৃদয় (২০),একই এলাকার মনির হোসেনের ছেলে বেলাল হোসেন (৩০)।জানা যায়, লকডাউন কে কঠোর করতে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প গাড়িদহ এলাকায় চেকপোস্ট বাসায় । দুপরে একটি হাং মোটরসাইক যোগে তিনজন যাওয়াই তাদেরকে বিভিন্ন প্রশ্ন করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানি উল আনাম । এ সময় তাদেরকে সন্দেহ হলে দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু, ৩পুরা হিরোইন, ৩পুরা গাঁজা, ৪টি মোবাইল পাওয়া যায়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইলসহ তাদেরকে আটক করে। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানি উল আনাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।