নিজস্ব প্রতিনিধি, মোঃ সেলিম আহমেদঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এবং আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মীর হোসেন মিরু মানবসেবায় একজন নিবেদিতপ্রাণ।
মাহে রমজান মাসে কুতুবপুরে সাপ্লাই পানি সংস্কারের অভাবে পানি আয়রনমুক্ত করে বিশুদ্ধ করার প্ল্যান্টটির অবস্থা খুবই নাজুক ছিল। এ কারণে বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। তা ছাড়া সরবরাহ পাইপের ত্রুটির কারণে সাপ্লাইয়ের পানির সাথে কেঁচো, ময়লা-আবর্জনা আর শ্যাওলা আসছে বলে অভিযোগ উঠেছে। কথায় আছে মানব সেবায় পরম ধর্ম।
এই সমস্যা নিরসনে হাজী মীর হোসেন মীরু মাহে রমজান মাসে এলাকার জনসাধারণের কথা চিন্তাকরে নিজস্ব অর্থায়নে এলাকাবাসীকে রমজানের মাসে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেন। তার নিজ বাড়ীর বাহির পাশে মোটরের মাধ্যমে পানি দিতে দুইটি কল উন্মুক্ত করে দিয়েছেন।
রবিবার (১৮ এপ্রিল) পাগলা ইসলামিয়া বৌ-বাজার বটতলা এলাকায় সরজমিনে গিয়ে দেখাযায় সকাল থেকে রাত পর্যন্ত পানি নেওয়ার ভীড় পরে যায় মানুষের। রমজান মাসে এমন সেবা পেয়ে এলাকাবাসী অনেক আনন্দিত।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সাপ্লাইয়ের পানির সঙ্গে ছোট ছোট কেঁচো আসে এবং তার সঙ্গে ছোট ছোট মাছও আসে। খুব ময়লা পানি। নর্দমার পানিও আসে। বাচ্চাদের পেট খারাপ করে। এই পানি কোনোভাবেই ব্যবহারের উপযোগী না।
ইসলামিয়া বৌ-বাজার এলাকার আব্বাস বিন ইজ্জত আলী বলেন, মাহে রমজান মাসে আমদের পানির সমস্যা দেখে হাজী মীর হোসেন মীরু যে কাজটি করেছে তাতে আমরা অনেক খুশি এবং আনন্দিত। একজন সমাজসেবকের কাজই হচ্ছে জনসেবা প্রদান করা। এমন মূহুর্তে আমাদের পানির জন্য অনেক কষ্ট করতে হয়। এখন আমাদের কষ্ট করতে হচ্ছে না। আমরা সকাল থেকে রাত পর্যন্ত খাবার পানি সংগ্রহ করতে পারছি। আল্লাহতালা মীর হোসেন মীরুকে ভালো রাখুক আমরা এই দোয়া করি আল্লাহর দরবারে।