আরিফ হাওলাদারঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে যুব সমাজের আইডল নারায়ণগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ এ কে এম শামীম ওসমানের আদর্শ একজন কর্মী প্রায়াত ছাত্রনেতা সন্ত্রাসী হামলায় নিহত ভিপি রাজীবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মিলাদ মাহফিল এবং ইফতার বিতরনের আয়োজন করা হয়।
২০ এপ্রিল মঙ্গলবার কমলাপুর রেলস্টেশনে ১০০ অসহায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ এবং এলাকার বিভিন্ন মসজিদে রাজীবের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এসময় দোয়া মোনাজাত শেষে রাজীবের মা কান্নায় ভেঙে পড়েন এবং সাংবাদিকদের বলেন, আজ একটি বছর পার হয়ে গেলেও আমার সন্তানকে হত্যাকারীদের একজনকে পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি কি অপরাধ ছিল আমার সন্তানের সে শামীম ওসমানের রাজনীতি করতে চেয়েছিল তাই বলে কি তাকে মেরে ফেলাই লাগলো। আমার সন্তানকে তারা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি যারা আমার সন্তানকে নিঃসংশ ভাবে হত্যা করেছে তাদের অতি লম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক তাহলেই আমার সন্তানের আত্মা শান্তি পাবে।
উল্লেখ্য, গত বছরের ২০ শে এপ্রিল সোমবার ফতুল্লার পাগলায় মিঠুন বাহিনীর হামলায় আহত রাজিব ওরফে ভিপি রাজিব(২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মারা যায়। এর আগে সোমবার দুপুরে পূর্ব শুত্রুতার জের ধরে পাগলা জেলে পাড়া এলাকায় ভিপি রাজিবকে মোবাইল ফোনের মাধ্যমে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে কুপিয়ে কুপিয়ে মারাত্তক জখম করে।
পরে তাকে উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীনাবস্থায় সোমবার রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ভিপি রাজিব। এ ঘটনায় রাজিবের বাবা আসু মিয়া তালুকদার বাদী হয়ে পাগলা জেলেপাড়ার মিঠুন(৩৭), রাব্বি(২৪), ইয়াসিন(২০),কাউছার (২৭), মিলন(৪০), আলামিন অরুফে কেবলা আলামিন(২৭), সানজিদ(৩৭), চাঁদ শিকদার সেলিম(৩৫),ফয়সাল (২২), সোলেমান অরুফে কুট্টি(৩৭), আ: জলিল(৫০), মানিক অরুফে কুত্তা মানিক(৪০)সহ অজ্ঞাত আরো ১৫/২০জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা(মামলা নং ৬) দায়ের করেন।