নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পাগলা বাজার একটি ব্যবসায়িক কেন্দ্র। সারাদেশে চলছে লকডাউন। কিন্তু এই লকডাউনে পাগলা বাজার ব্যবসায়ীরা আছে চরম বিপাকে। সারা বছরের উপার্জন নির্ভর করে, রমজান মাস প্রতিটি উৎসবের দিনে। ঠিক সেই দিক থেকে বিবেচনা করলে, এই রমজান মাসের শুরুর আগ থেকেই পাগলা বাজার এর সকল মার্কেট বন্ধ রয়েছে। সীমিত পরিসরে সীমিত পরিসরে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মার্কেটের দোকান গুলো খোলা থাকলেও ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে তাও বন্ধ করে দেয়া হয়েছে ।
এমতাবস্তায় পাগলা বাজার মার্কেটের দোকানদারদের আর্তনাদ, বিগত বছরের মতো এবারও যদি মার্কেট বন্ধ থাকে তাহলে আমাদের পরিবার নিয়ে সাংসারিক জীবন চালানো খুবই কষ্টকর হয়ে পড়বে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পাগলা বাজার সকল মার্কেটের দোকানদারদের কথা সুবিবেচনা করে মার্কেটগুলো স্বাস্থ্যবিধি মেনে সীমিত সময়ের জন্য হলেও খুলে দিলে আমরা পাগলা বাজারের সকল মার্কেটের দোকানদাররা চীর উপকৃত হতাম। নতুবা এভাবে চলতে থাকলে আমাদের পথে বসতে হবে।