নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ডের একজন ন্যায় বিচারক মেম্বার মোঃ কামাল হোসেন।
উওর পানগাঁও এলাকায় গত ২২ তারিখ রাতে ৪ জন চোর ধরা হয়েছে, দুই জন পাগলা বউ বাজারের ,একজন জুরাইনের , ও একজন হাছনাবাদের অটো ড্রাইভার, এদের সাথে জড়িত ছিলো খেয়া ঘাটের ট্রলার মাঝি আলা রাকিব।
এদেরকে সুষ্ঠু বিচার করলেন মেম্বার মোঃ কামাল হোসেন। এ সময় তিনি বলেন,চলছে লকডাউন এর মাঝে অপরিচিত কাউকে বাসা বাড়িতে ঢুকতে দেবেন না। সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আর অবশ্যই মাক্স পরবেন। আমাদের কোন্ডা ইউনিয়ন এ অন্যান্য ওয়ার্ডের নেয় আমাদের ওয়ার্ডেও চোর ডাকাতের উৎপাত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে এদিকে আরো সজাগ দৃষ্টি দেয়া প্রয়োজন।