নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল ইসলাম খান নিখিল এর নির্দেশনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার পক্ষ থেকে ৬০ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাহাঙ্গীর দেওয়ান এর উদ্যোগে ২৩/৪/২১ ইং তারিখ শুক্রবার রইস নগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ৩০০ অসহায় দুস্থ, মুরুব্বী, রিকশাচালক, ভ্যানচালক, পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এই সময় ৬০ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাহাঙ্গীর দেওয়ান বলেন, করোনার কারণে প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই লকডাউনে অসহায়, গরীব দুস্থ, মধ্যবিত্ত পরিবার গুলোর অবস্থা খুবই নাজুক। এখনই সময় যারা বিত্তবান রয়েছেন নিজের সাধ্য অনুযায়ী মানবতার সেবায় এগিয়ে আসুন। সেই দিক বিবেচনা করে, আমি আমার নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি মানুষের মাঝে অন্ততপক্ষে ইফতার সামগ্রী পৌঁছে দিতে। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলুন নিরাপদে থাকুন।
এসময় জাহাঙ্গীর দেওয়ান এর সাথে উপস্থিত ছিলেন, মালেক সংসদের এক ঝাঁক তরুণ। যারা মাসব্যাপী বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে অসহায় গরীব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। বিশেষ করে, মালেক সংসদের সদস্য মেহেদি হাসান বাবুল, সোহেল আরমান, সোহেল মোল্লা, জহিরুল ইসলাম এই ইফতার সামগ্রী বিতরণ করতে তার পাশে ছিলেন।