জাহিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ করোনা মহামারি সংক্রমণে (লকডাউনে) দেশের মানুষ এখন কর্মহীন দিশেহারা।এক দিকে করোনা ভাইরাসের ভয় অন্য দিকে লকডাউন সব মিলিয়ে দেশের মানুষ পরেছে এক মহা বিপদে।শিক্ষা প্রতিষ্ঠান,শপিংমল,হাট বাজার,অফিস আদালত সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে শুধু করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে।এই লকডাউনে সব চেয়ে বেশি খুতি গ্রস্ত হচ্ছে দিনমজুর,রিক্সা চালক এসব সাধারণ মানুষ।লকডাউনে তারা কোথাও কাজে যেতে পারছে না বের হতে পারছে না কোনো কর্মের খোঁজে।তাই এই দিনমজুর গরীবদের কথা চিন্তা করে এশিয়ান টেলিভিশনে পক্ষ থেকে ত্রাণ বিতরণের উদ্যোগ নেয় এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ সি আই পি।তার নিজস্ব অর্থায়নে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কুটিরচর হাই স্কুল মাঠে ১০০ অসহায়,দুস্থ,এতিম পরিবারদের মাঝে এই ত্রাণ (চাল,ডাল,লবন,চিনি,সাবান,তেল,মাস্ক) বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক সাবেক সেনা সদস্য সাইদুল ইসলাম সাঈদ খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম সহ আরো অনেকেই এবং সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রৌমারী ও রাজিবপুরের এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মুরাদুল ইসলাম মুরাদ,শাহাদাৎ,মাসুদ পারভেজ,শফিক,জাহিদুল ইসলাম (জাহিদ),সুজন মাহমুদ,মমিন ও রিয়াদ প্রমুখ।
এই করোনাকালীনে অসহায় দুস্থ ও এতিম পরিবার গুলো এশিয়ান টেলিভিশনের এই ত্রাণ সামগ্রী পেয়ে এশিয়ান টেলিভিশন পরিবারের জন্য দোয়া করেন।