ছাগলনাইয়া প্রতিনিধিঃ-
আজ সারাবিশ্বের ন্যায় বাংলাদেশ ও করোনা ভাইরাসে স্তব্ধ, কর্মমুখী মানুষরা ঘরে অবস্থান করছে। তবুও মানবতার ফেরিওয়ালা স্বেচ্ছাসেবী সংগঠন গুলো ঘুরে বেড়াচ্ছেন মানব সেবা দেয়ার জন্য। ফেনী ছাগলনাইয়ার উপজেলার এমনই একটি স্বেচ্ছাসেবী সংগঠন অনুসন্ধান ব্লাড ব্যাংক
ছাগলনাইয়া’র পক্ষে সাংবাদিক কাউসার হামিদ সিকদার (পিনু) ১২ তম রক্তদান। (২৪ এপ্রিল) রোজ শনিবার দুপুর ১ টার সময়। ছাগলনাইয়া মানারাত হাসপাতলে তার মা বিবি মরিয়মকে এক ব্যাগ রক্ত দান করেন। সাংবাদিক কাউসার হামিদ শিকদার (পিনু) জন্ম ১৯৯৩ সালে ১৯ ফেব্রুয়ারি ফেনী জেলা, ছাগলনাইয়া উপজেলা, ৫ নং মহামায়া ইউনিয়নে, পশ্চিম দেবপুর গ্রামের শিকদার বাড়িতে তার জন্ম।
সে কবির আহমদ সিকদার ও মা বিবি মরিয়ম এর বড় ছেলে । সেই ছোটবেলা থেকে বিভিন্ন সংগঠনের সাথে মানবতার ফেরিওয়ালা হয় মানবতার সাথী নিজেকে জড়িত রেখে মানব সেবা দিয়ে যাচ্ছেন।
এই সময় রক্তদাতা রক্তদানের শেষে সাংবাদিকদের বলেন দেশব্যাপী করোনায় স্তব্ধ,শহরমুখী মানুষরা ঘরে অবস্থান করছে। তবুও রক্তদানের মানবিকতা থেমে রাখা যায়না তাই আমি রক্ত দান করেছি। আপনারা জেনে খুশি হবেন যে বিগত দিনগুলোতে ১১ ব্যাগ রক্ত বিভিন্ন জনকে দিলেও আজ আমি আমার মা কে এক ব্যাগ রক্ত দিতে পেরে আমি খুবই আনন্দিত।
এবং আমি আমার মায়ের জন্য সবাই কাছে দোয়া চাচ্ছি আমার মা যেন দ্রুত সুস্থ হয়ে উঠে। পরিশেষে আমি মনে করি আমরা সবাই মিলে মানবতার সেবায় এগিয়ে আসা প্রয়োজন, এখনই মানবসেবার উপযুক্ত সময়। আমি মনে করি, আজ দেশের মানুষের কাজ নেই, তারা করোনার কারণে কাজ করতে পারছে না, আর তাদের মুখে যদি এক মুঠো ভাত তুলে দিতে পারি, তাহলে আল্লাহ তা’লা খুশি হবেন। মহান রবকে খুশি করার নিয়তে আমরা সকলেই নিজেদের সামর্থ্য মোতাবেক গরিব অসহায় প্রতিবেশীদের সহযোগিতার হাত বাড়াই এ প্রত্যাশা নিয়ে আমার পক্ষ থেকে ছোট পরিসরে আমরা কাজটি শুরু করেছি এবং সরকারের পাশাপাশি সার্বক্ষণিক সকল মানবতার সেবায় এগিয়ে আসবো ইনশাল্লাহ।