নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়নের রূপকার মেম্বার কাজী ইকবাল আহমেদ নিবির। নির্বাচিত হবার পর থেকেই, জনগণের সেবক হয়ে কাজ করছেন। ঠিক সেই লক্ষ্যে, গতকাল ২৬/৪/২০২১ ইং তারিখ নূতন বাক্তারচর মুন্সি বাড়ি হইতে বাহাউদ্দীন চাচার বাড়ি পর্যন্ত রাস্তার আর সি সি করন করলেন।
এ সময় তিনি বলেন, আলহামদুলিল্লাহ,, মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ভাই ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহীন আহমেদ শাহীন ভাইয়ের নির্দেশনায় এবং কোন্ডা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সাইদুর রহমান চৌধুরী ফারুক ভাইয়ের সার্বিক সহযোগিতায়, অনেক বাধার পাহাড় ডিঙিয়ে সমাপ্ত করলাম নূতন বাক্তারচর মুন্সি বাড়ি হইতে বাহাউদ্দীন চাচার বাড়ি পর্যন্ত রাস্তার আর সি সি করন।