নিজস্ব প্রতিনিধিঃ সারাবিশ্বের ন্যায় করোনায় আমাদের বাংলাদেশও বিপর্যস্ত। প্রতিদিন মৃত্যু এবং অসুস্থ রোগীর মিছিল বেড়েই চলেছে। ইতিমধ্যে ঢাকা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মান্নাফি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের মুখপাত্র, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও কাউন্সিলর হাজী আবুল কালাম অনু করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আল্লাহর রহমতে এখন সকলেই সুস্থ। দেশের এই ভয়াবহ অবস্থায় ঢাকা-৫ আসন ১৪ দলের সমন্বয়ক ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না করোনা আক্রান্ত প্রতিটি আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জন্য দোয়া চেয়েছেন।
জননেতা হারুনর রশীদ মুন্না মুঠোফোনে দেশ ও মানুষের বার্তা অনলাইন নিউজ পোর্টালের প্রতিবেদককে জানান, এই রমজান মাস আল্লাহ পাক রাব্বুল আলামীনের ইবাদতের মাস। এই মাসে আসুন আমরা সকলে বেশি বেশি আল্লাহ পাক রাব্বুল আলামীনের ইবাদত করি।
ঢাকা-৫ আসনের জনগণের উদ্দেশ্যে বলেন, সকলে স্বাস্থ্যবিধি মেনে লকডাউন মেনে চলবেন। বিশেষ প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবেন না। আর বের হলে মাক্স পড়ে বের হবেন। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার এই মহাদুর্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব, অসহায়, দুস্থ, মধ্যবিত্ত সহ সর্বপর্যায়ের মানুষ যেন লকডাউনে দুবেলা-দুমুঠো ভালোভাবে খেতে পারেন সেজন্য বিভিন্নমুখী পদক্ষেপ নিয়েছেন। যাহা অতি দ্রুত বাস্তবায়ন করা হবে। আমি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ পাক রাব্বুল আলামীন বিপদ দিয়ে সর্বসময় বান্দার ধৈর্য পরীক্ষা করেন। তাই আসুন আমরা সকলে পরিষ্কার-পরিচ্ছন্ন থেকে আল্লাহ পাক রাব্বুল আলামীনের ইবাদত বেশি বেশি করি। (আমিন)