নিজস্ব প্রতিনিধিঃ যাত্রাবাড়ী চৌরাস্তা, বিবির বাগিচা ১ নং গেইট এ ২৬/৪/২১ ইং তারিখ সোমবার আসরের নামাজের পর করোনা কালিন ক্ষতিগ্রস্ত, দরিদ্র, অসহায় ও ছিন্নমূল, দুঃস্থ্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। ঢাকা-৫ আসনের অন্তর্ভুক্ত যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগ এর ৪৮ নং ওয়ার্ড কতৃক আয়োজিত এই ইফতার বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ঢাকা-৫ আসন মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজ্বী মনিরুল ইসলাম মনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনে ১৪ দলের সমন্বয়ক, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না । সভাপতিত্ব করেন, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন গেসু । সার্বিক সহযোগিতায় ছিলেন, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের মুখপাত্র এবং ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম অনু।
এই সময় সংক্ষিপ্তভাবে এমপি কাজী মনিরুল ইসলাম মনু বলেন, সারাবিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশে করোনার প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অবস্থা অত্যন্ত ভয়াবহ। আসুন আমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি। আমাদের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অতি শীঘ্রই খাবার সামগ্রী সহ আর্থিক অনুদানের ব্যবস্থা করছেন। ঠিক সেই লক্ষ্যে, ঢাকা-৫ আসনের ১৪ টি ওয়ার্ডের ৭০ হাজার পরিবারের মাঝে করোনাকালীন সময়ে ইফতার সামগ্রী পৌঁছে দিব। আজ আমি আমার ভাই হারুনর রশিদ মুন্না এবং আমার ছেলে কাজী খাইরুল ইসলাম রনি কে নিয়ে করোনা দুর্যোগগ্রস্ত অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করলাম। রমজান মাস তিনটি ভাগে বিভক্ত। রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহর রহমতে রহমতের ১০ দিন শেষ, চলছে মাগফেরাতের দশ দিন। সবাই আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে বেশি বেশি দোয়া করুন যেন করোনা থেকে আমরা অতি শীঘ্রই মুক্তি পাই।
এসময় জননেতা হারুনর রশিদ মুন্না বলেন, আমার ভাই এমপি কাজী মনিরুল ইসলাম মনু করোনা যুদ্ধে জয়ী হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। এসেই গরিব-দুঃখী মানুষের মাঝে এই ভয়াবহ করোনা দুর্যোগে ইফতার সামগ্রী বিতরণ এর যে মহৎ পদক্ষেপ নিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এর নির্দেশনায় আমরা ১৪ টি ওয়ার্ডের ৭০ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এর পদক্ষেপ নিয়েছি। সকলে আমার ভাই কাজী মনিরুল ইসলাম মনুর জন্য দোয়া করবেন। অবশ্যই অতি জরুরী ব্যতীত ঘর থেকে বের হবেন না। নিজে বাঁচুন অন্যকে বাঁচান। স্বাস্থ্যবিধি মেনে তিন ফুট দূরত্ব বজায় রাখুন। ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন। আর আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে এই পবিত্র মাহে রমজানের মাসে বেশি বেশি ইবাদত করুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা-৫ আসনের ১৪ টি ওয়ার্ডের আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।