নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে রাজিব স্মৃতি সংসদের উদ্যোগে ১৫০ অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আর সেই খাদ্য সামগ্রীর মধ্যে ছিল মুরি, বুট, মুসুরীর ডাল, ডাবলী, তৈল, খেজুর ইত্যাদি।
২৬ শেখ এপ্রিল সোমবার বেলা ২ ঘটিকায় প্রয়াত রাজীবের স্বরনে বউ বাজার এলাকায় তাদের নিজ বাড়ীতেই এই খাদ্য সামগ্রী বিতরনে রাজিব স্মৃতি সংসদের চেয়ারম্যান ও প্রয়াত রাজীবের বাবা হাসু তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মীর হোসেন মিরু।
এসময় হাজী মীর হোসেন মীরু বলেন, রাজিব নিহতের এক বছর পূর্ণ হল। রাজীবের স্মরণে রাজিব স্মৃতি সংসদের উদ্যোগে আজকে ১৫০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হলো যা দেখি সত্যি খুব ভালো লাগলো তার পরিবার ও তার বন্ধুবান্ধব সহ সকলেই রাজীবকে খুব ভালোভাবে মনে রেখেছে। বেশ কিছুদিন আগেও রাজীবের স্মরণে বিভিন্ন স্থানে দোয়া এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল। রাজিব এই যুব সমাজের একজন আইডল ছিল।১ বছর আগে কিছু সন্ত্রাসী তাকে দিনেদুপুরে হত্যা করে যার বিচার এখনো পায়নি তার পরিবার। এখনো আসামিরা এলাকায় ঘোরাফেরা করছে অবিলম্বে তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক যাতে করে রাজিবের আত্মার শান্তি পাবে।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ এ আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আখতারুজ্জামান লিমন, যুবলীগ নেতা ইমরান হোসেন ইদরান, যুবলীগ নেতা রিয়াজ, মাহবুব সহ এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।