নিজস্ব প্রতিনিধিঃ মসজিদ আল্লাহর ঘর। আজ ২৮/৪/২১ইং তারিখ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ আনোয়ার হোসেন মজুমদারের ব্যক্তিগত উদ্যোগে ৬০ নং ওয়ার্ডের অন্তর্গত ৪২টি মসজিদে জীবাণু ধ্বংসকারী স্প্রে দেয়া হয়। আগামী কয়েকদিন যাবত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় তিনি বলেন, আপনারা সবাই মসজিদের জীবাণু ধ্বংস করতে সহযোগিতা করবেন যাতে করে আমাদের এলাকাকে করোনা মুক্ত রাখা যায়। সবার সহযোগিতা এবং সচেতনতা প্রয়োজন। পর্যায় ক্রমে এলাকার বিভিন্ন সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাও জীবাণুনাশক স্প্রে দেয়া হবে। সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন।