নিজস্বব প্রতিনিধিঃ আজ ২৮/৪/২১ ইং তারিখ মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনে তেঘরিয়া ইউনিয়নের অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে মাননীয় বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জননেতা নসরুল হামিদ বিপু (এম.পি,ঢাকা-৩) ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান শাহিন আহমেদ এর পক্ষ থেকে মানবিক সহায়তা খাদ্য সামগ্রী প্যাকেটিং কার্যক্রম শুরু হয়েছে।তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লাট মিয়া উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন।
এসময় তিনি বলেন, এই মাহে রমজান মাসে আলোর ফেরিওয়ালা খেতাবপ্রাপ্ত আমাদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জননেতা নসরুল হামিদ বিপু ভাই এবং উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ শাহিন ভাই তেঘরিয়া ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের জন্য যে খাদ্য সামগ্রী পাঠিয়েছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলছে লকডাউন তেঘরিয়া ইউনিয়ন বাসীর কাছে আমার একটাই চাওয়া আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।