নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন এর ওয়ায়েস করনী আদর্শনগর সুপার মার্কেটের সাধারণ সম্পাদক ও ওয়ায়েস করনী আ/এ উন্নয়ন কমিটির, সাংগঠনিক সম্পাদক মোঃ মমতাজ উদ্দিন (নিশাদ)। তিনি নারায়ণগঞ্জ-৪ আসন সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান এমপির নির্দেশনা অনুযায়ী রাজপথের তৃণমূল কর্মী হিসেবে সর্বসময় ছিলেন এবং আছেন।
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে তিনি বলেন, ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। তবে এবারের ঈদটা ভিন্নরকম। মহামারী করোনাভাইরাস এর কারণে মৃত ও আক্রান্ত রোগীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে আমাদের দেশে। পাশাপাশি দীর্ঘ লকডাউন এর কারণে ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিও খুব খারাপ। এই ঈদে আসুন সকলে কর্মহীন ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়াই। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি। যেহেতু মাহে রমজানের মাস চলছে সকলে বেশি বেশি আল্লাহর ইবাদত করি। আমাদের ওয়ায়েস করনী আদর্শনগর সুপার মার্কেট কমিটির সকল সদস্য, দোকানদার, ওয়ায়েস করনী আ/এ উন্নয়ন কমিটির সকল সদস্য বৃন্দকে সহ কুতুবপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আসন্ন ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।