নিজস্ব প্রতিনিধিঃ মোঃ মোস্তফা হোসেন চৌধুরী একজন করোনা যোদ্ধার নাম। যিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য এবং ফতুল্লা থানা আওয়ামী লীগের জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি এবং একজন পরীক্ষিত রাজপথের সৈনিক।
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে তিনি বলেন, ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। তবে এবারের ঈদটা ভিন্নরকম। মহামারী করোনাভাইরাস এর কারণে মৃত ও আক্রান্ত রোগীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে আমাদের দেশে। পাশাপাশি দীর্ঘ লকডাউন এর কারণে ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিও খুব খারাপ। এই ঈদে আসুন সকলে কর্মহীন ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়াই। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি। যেহেতু মাহে রমজানের মাস চলছে সকলে বেশি বেশি আল্লাহর ইবাদত করি। নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে আসন্ন ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।