নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা মহানগর দক্ষিণ কদমতলী থানার একজন করোনা যোদ্ধা জয়ী চৌকস পুলিশ অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর। আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি রেখেছেন বিশেষ অবদান।
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে তিনি বলেন, ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। তবে এবারের ঈদটা ভিন্নরকম। মহামারী করোনাভাইরাস এর কারণে মৃত ও আক্রান্ত রোগীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে আমাদের দেশে। পাশাপাশি দীর্ঘ লকডাউন এর কারণে ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিও খুব খারাপ। এই ঈদে আসুন সকলে কর্মহীন ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়াই। সকল পুলিশ ভাই ও বোনেরা আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি। যেহেতু মাহে রমজানের মাস চলছে সকলে বেশি বেশি আল্লাহর ইবাদত করি। সর্বস্তরের জনগণকে আসন্ন ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।