নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন এর পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির লিঃ এর সাধারণ সম্পাদক এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ মাহবুবুর রহমান বাচ্চু।
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে তিনি বলেন, ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। তবে এবারের ঈদটা ভিন্নরকম। মহামারী করোনাভাইরাস এর কারণে মৃত ও আক্রান্ত রোগীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে আমাদের দেশে। পাশাপাশি দীর্ঘ লকডাউন এর কারণে ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিও খুব খারাপ। এই ঈদে আসুন সকলে কর্মহীন ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়াই। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি। যেহেতু মাহে রমজানের মাস চলছে সকলে বেশি বেশি আল্লাহর ইবাদত করি। আমাদের পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কমিটির সকল সদস্য, মার্কেটের দোকানদার সহ কুতুবপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আসন্ন ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।