নিজস্ব প্রতিনিধিঃ বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ঢাকা-৫ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করছি।
১৯৯৩ সাল থেকে বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের রাজনীতির মাধ্যমে মোল্লা ভাইয়ের সাথে আমার পথচলা শুরু তারপর রাজনৈতিক সম্পর্কের চেয়ে পারিবারিক সম্পর্ক তথা ব্যক্তিগত সম্পর্কের ঘনিষ্ঠতা দৃঢ় হয়। মোল্লা ভাইয়ের সাথে দীর্ঘ ছয় বছর বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন আমার রাজনৈতিক জীবনের সোনালী সময় ছিলো। আন্দোলন, লড়াই, সংগ্রামে মোল্লা ভাইয়ের বিচক্ষণতা ছিলো অনুকরনীয়। মোল্লা ভাই কখনই রাজনৈতিক কোনো বিষয়ে আমার সাথে দ্বিমত পোষণ করতেন না, যেকোনো রাজনৈতিক সিদ্ধান্ত তিনি আমার উপর ন্যস্ত করে দিতেন।
দেখতে দেখতে এক বছর অতিবাহিত হয়ে গেলো মোল্লা ভাই আমাদের মাঝে নেই কিন্তু মোল্লা ভাইয়ের রাজনৈতিক অবদান এবং সংসদীয় কার্যকলাপের স্মৃতি ঢাকা-৫ আসনের মানুষ আজীবন স্মরণ রাখবেন।
মহান আল্লাহ তায়ালা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
আগামী ৬ই মে বাদ যোহর ঢাকা-৫ আসনের সকল মসজিদে প্রয়াত সাংসদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করার জন্য সকল নেতা-কর্মীকে অনুরোধ জানাচ্ছি।
বাদ আসর যাত্রাবাড়ী মালঞ্চ কমিউনিটি সেন্টারে প্রয়াত সাংসদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত সভায় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আমি সকলকে উক্ত দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
হারুনর রশীদ মুন্না
সমন্বয়ক-১৪ দল, ঢাকা-৫ নির্বাচনী এলাকা।
সাধারণ সম্পাদক, যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগ।
(হারুনর রশীদ মুন্নার অফিশিয়াল ফেসবুক আইডি থেকে সংগৃহীত)