নিজস্ব প্রতিনিধিঃ ৬/৫/২১ ইং তারিখ বৃহস্পতিবার প্রয়াত সংসদ সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা’র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মালঞ্চ কমিউনিটি সেন্টারে ঢাকা-৫ যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ আয়োজিত আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি, ঢাকা-৫ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু।
আয়োজনটির সভাপতিত্ব করেন বৃহত্তম ডেমরা থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বর্তমান যাত্রাবাড়ী-থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ সংসদীয় আসনের ১৪ দলের প্রধান সমন্বয়ক জননেতা হারুনর রশীদ মুন্না।
আয়োজনটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু , মুখপাত্র ঢাকা-৫ নির্বাচনী এলাকা।
এই সময় ঢাকা-৫ আসনের প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।