কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মুরাদুল ইসলাম মুরাদঃ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এন্টি টেরোরিজম ইউনিট বাংলাদেশ পুলিশ,ঢাকা তথা বিশ্বের সকল মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এন্টি টেরোরিজম ইউনিট বাংলাদেশ পুলিশ,ঢাকা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে।তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের আঘাতে এবারে হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। তবুও আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।