নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের পাগলা পূর্বপাড়া বৈরাগী বাড়ি সহ বেশ কিছু এলাকায় আজ শুক্রবার ৭/৫/২১ ইং তারিখ সকালে রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মালেক সংসদের পক্ষ থেকে ১০০ অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী উপহার দুধ, চিনি, সেমাই বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৪,৫,৬ নং ওয়ার্ড করোনা যোদ্ধা মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াংকা।
ঈদ সামগ্রী বিতরণ আয়োজনের সভাপতিত্ব করেন, রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর সভাপতি, স্বনামধন্য প্রবীণ সাংবাদিক, লেখক ও ছড়াকার, ইটিসি বাংলার প্রধান সম্পাদক মোখলেসুর রহমান তোতা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, এটিসি বাংলার স্টাফ রিপোর্টার শেখ সাব্বির।
সংক্ষিপ্তভাবে অনামিকা হক প্রিয়াংকা বলেন, করোনাকালীন সময় আমি সব সময় আমার ৪,৫,৬ নং ওয়ার্ডের মানুষের পাশে মানব সেবা পৌঁছে দিয়েছি। করোনার দ্বিতীয় ধাপেও আসন্ন ঈদ উপলক্ষে আমি ঈদ সামগ্রী বিতরণের ব্যবস্থা নিয়েছি। আজ আমার শ্রদ্ধেয় মালেক মামার পাঠানো ঈদ সামগ্রী উপহার অসহায় দুস্থদের মাঝে বিতরণ করার জন্য আসলাম। এই ভয়াবহ দুর্যোগে যুবলীগ নেতা মোঃ আব্দুল মালেক মুন্সি মামার মত সকল বিত্তবানদের গরিব-দুঃখীদের পাশে এগিয়ে আসা প্রয়োজন। সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সকলে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঘরে থেকে ঈদ উদযাপন করবেন।
এসময় মোখলেছুর রহমান তোতা বলেন, কুতুবপুরের অহংকার, মালেক সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যুবলীগ নেতা আব্দুল মালেক মুন্সি সত্যিই একজন মানবতার সেবক। এই দুর্যোগে যখন অনেক বিত্তবানরা ঘরে বসে রয়েছে ঠিক তখন মানবতার ফেরিওয়ালা আব্দুল মালেক মুন্সি রমজানের প্রথম দিন থেকে মাসব্যাপী কুতুবপুর ইউনিয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণ ৫৯ নং ওয়ার্ডের অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী দুধ, চিনি, সেমাই মালেক সংসদের সদস্যদের মাধ্যমে বিতরণ করে যাচ্ছেন। আজ আমার রেনেসাঁ সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের আয়োজনে মালেক সংসদের পক্ষ থেকে ১০০ অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী দুধ, চিনি, সেমাই বিতরণ করলাম। সবাই আব্দুল মালেক মুন্সির জন্য দোয়া করবেন তিনি যেন সব সময় সুস্থ থাকেন।