মোত্তালিব সরকার বগুড়া:
বগুড়ার শেরপুরে দূষ্কৃতিকারীর অতর্কিত হামলায় সাংবাদিক জাকির হোসেন রনি গুরুতর আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
এ ঘটনায় অদ্য (৭ মে ২০২১) শুক্রবার বিকাল ৪টার দিকে থানায় লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী সাংবাদিকের ছোট ভাই রাজু আহম্মেদ।
অভিযুক্তরা হলেন, একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ রেজাউল করিম (৩৫), জাহিদুল ইসলাম মানিকের ছেলে মোঃ আজিজুল ইসলাম আরিফ (২১), মৃত ফজল করিমের ছেলে মোঃ জাহিদুল ইসলাম মানিক (৬০), জাহিদুল ইসলাম মানিকের স্ত্রী মোছাঃ আরজিনা বেগম (৫০) এবং রেজাউল করিমের স্ত্রী রুমানা বেগম (২৭),।
ভূক্তভোগী জাকির হোসেন রনি উপজেলার সিমাবাড়ি ইউনিয়নের বেতগাড়ি বড়বাড়ি গ্রামের আব্দুল মতিন সরকারের ছেলে এবং ক্রাইম ডায়েরির সাংবাদিক ও অনলাইন নিউজ পোর্টাল আঁড়াল অনুসন্ধানের সম্পাদক।
অভিযোগ সুত্রে জানাযায়, অদ্য শুক্রবার সাংবাদিক জাকির হোসেন রনির বাড়ির সামনে তাদের নিজস্ব খুলিতে রোদে শুকানোর জন্য খড় এবং ধান বিছানো ছিল। এমতাবস্থায় উল্লেখিত ১নং বিবাদী দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে রোদে শুকোতে দেওয়া জাকির হোসেন রনিদের ধান এবং খড়ের উপর তাদের ধান এবং খড় বিছানো শুরু করে। এই ঘটনা জাকির হোসেন রনির মা বিউটি বেগম দেখার পর বিবাদীদের কাছে এগিয়ে এসে এর কারণ জানতে চায় এবং এহেন কাজ করতে নিষেধ করে। এতেই রাগান্বিত হয়ে বিবাদীগণ একত্রিত হয়ে বিউটি বেগমকে কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এসময় বিউটি বেগমের ডাকচিৎকারে তার ছেলে সাংবাদিক জাকির হোসেন রনি বাড়ির ভেতর থেকে বাহিরে এলে কয়েকজন বিবাদী তাকে ধরে রাখে এবং ১নং বাবাদী তাকে কাঁড়োইল দিয়ে এলোপাথাড়ি মারপিট শুরু করে। এসময় জাকির হোসেন রনি মাথায় প্রচন্ড আঘাত সহ গুরুতর জখম হয়। এমতাবস্থায় পাড়া প্রতিবেশী এগিয়ে এলে বিবাদীগণ বিভিন্ন রকমের ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়