কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মুরাদুল ইসলাম মুরাদঃ দেশবাসী তথা বিশ্বের সকল মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চর রাজিব পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকার বীর মুক্তিযোদ্ধা।
এক শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে।তিনি আরও বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে স্বাস্হ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের আনন্দ উপভোগ করতে হবে।। আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।