নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের গরীব দুঃখী মানুষের বন্ধু মেম্বার জামান মিয়া। তিনি আজ ৯/৫/২১ ইং তারিখ রবিবার নিজস্ব উদ্যোগে ১৬’শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী চিনি, সেমাই, দুধ বিতরণ করলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে কুতুবপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু নিজে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু বলেন, ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। তবে এই মহাদুর্যোগে গরিব অসহায় দুস্থ কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আমার আহবান রইল। আমাদের কুতুবপুরের প্রতিটি মেম্বারই চেষ্টা করে সততার সাথে মানুষের মাঝে সেবা পৌঁছে দিতে। তেমনি একজন মেম্বার আমাদের জামান মিয়া। কুতুবপুরের ১৬’শ অসহায় পরিবারের মাঝে তিনি আজ যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন তার জন্য তাকে ধন্যবাদ।
এসময় মেম্বার জামান মিয়া বলেন, এই মহামারী করোনা দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর মাঝেই ঈদের আনন্দ। একজন জনপ্রতিনিধি হিসেবে ৪ নং ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে ১৬,শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলাম। সবাই আমাকে এবং আমার কুতুবপুরের অভিভাবক আপনাদের সবার প্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টুর জন্য দোয়া করবেন। সকলকে ঈদের শুভেচ্ছা রইল।
“ঈদ মোবারক”