নিজস্ব প্রতিনিধিঃ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। তবে এবারের ঈদ করোনা পরিস্থিতির কারণে খুবই ভয়াবহ। ঠিক সেই সময় চাঁদপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক, দানবীর শরিফুল আলম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের তুষারধারা ৫নং রোড, সহিদ নগর, আদর্শনগর সহ বেশকিছু স্পটে শতাধিক পরিবারের মাঝে গতকাল ৯/৫/২১ ইং তারিখ রবিবার ঈদ উপহার বিতরণ করেন। উপহারের মধ্যে ছিল কাপড়,লুঙ্গি সহ চিনি,সেমাই।
এ সময় তিনি বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মত আমাদের বাংলাদেশেও করোনা পরিস্থিতি খুব ভয়াবহ। তাই সকলের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। আমি আমার নিজের সামর্থ্য অনুযায়ী ১১১ টি পরিবার এর মাঝে কাপড়, লুঙ্গি সহ চিনি, সেমাই বিতরণ করলাম। এই ঈদে সকলে ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন।